আদ্-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস:
ঢাকা ও ঢাকার বাইরে স্বল্প মূল্যে রোগীদের আনা নেওয়ার জন্য ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে ‘আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস’। খবর পাওয়া মাত্রই রোগীর কাছে দ্রুত পৌছে রোগীকে সেবা কেন্দ্রে নিয়ে যাওয়াই ‘আদ্-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিসের’ মূল উদ্দেশ্য।
আদ্-দ্বীন এ্যাম্বুলেন্স এর বৈশিষ্ট্য:
আমাদের এ্যাম্বুলেন্স গুলো আকারে ছোট। সহজেই যানজট উপেক্ষা করে শহরের যেকোন অলি-গলি দিয়ে দ্রুত রোগীর কাছে যেতে পারে। প্রতিটি এ্যাম্বুলেন্সে অক্সিজেন ও ফ্যান রয়েছে। রোগী ছাড়াও রোগীর সাথে ৩ থেকে ৪ জন বসতে পারে। এছাড়াও আদ্-দ্বীনের প্রত্যেকটি এ্যাম্বুলেন্সের সাথে রয়েছে ডিজিটাল জি.পি.এস/ভি.টি.এস ডিভাইস। এর মাধ্যমে কোন এলাকায় কোন এ্যাম্বুলেন্সটি অবস্থান করছে তা কন্ট্রোল রুম থেকে সনাক্ত করা যায়। ফলে কল দেওয়ার সাথে সাথেই কর্তৃপক্ষ রোগীর পার্শ্ববর্তী এলাকায় যে এ্যাম্বুলেন্সটি অবস্থান করছে সেটিকে দ্রুত রোগীর কাছে পাঠিয়ে দিতে পারে।
এ্যাম্বুলেন্সের সেবামূল্য (ঢাকার ভিতরে):
ঢাকায় আদ্-দ্বীনের তিনটি হাসপাতালে (আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭, আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল, পোস্তগোলা ও আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ ও হাসপাতাল কেরানীগঞ্জ) রয়েছে ২৪ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস।
ঢাকা মহানগরীর নির্দ্দিষ্ট সীমানার (নির্ধারিত ম্যাপ) মধ্যে আদ্-দ্বীন হাসপাতাল মগবাজার ও পোস্তগোলা, শাখার রোগীর জন্য সেবা মূল্য ধরা হয় মাত্র ৩৫০ টাকা। আদ্-দ্বীন হাসপাতাল ব্যতীত অন্যান্য হাসপাতাল/ক্লিনিক/ স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য নির্ধারিত এলাকার মধ্যে সেবামূল্য ধরা হয় মাত্র ৫২০ টাকা। নির্ধারিত সীমানার বাইরে গেলে প্রতি কিলোমিটার ৩০.০০(ত্রিশ) টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে।
এছাড়াও আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ ও হাসপাতাল কেরানীগঞ্জ, ঢাকা (কেরানীগঞ্জ থানার ভিতরে) শাখার রোগীদের জন্য ৩৫০ টাকা ও কেরানীগঞ্জের বাইরে নির্ধারিত সীমানার মধ্যে রোগীদের জন্য ৬৪০ টাকা সেবামূল্য ধার্য করা হয়। তবে ঢাকা মহানগরীর নির্ধারিত সীমানার বাইরে গেলে তার জন্য আলোচনা সাপেক্ষে সেবা মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু ঢাকা জেলার বাইরে দূরে কোথাও আদ্-দ্বীনের এ্যাম্বুলেন্স পাঠানো হয় না।
বুকিং পদ্ধতি:
আমাদের এ্যাম্বুলেন্স সেবা পেতে ক্যাশ মেমোর মাধ্যমে একবারেই ৩৫০ টাকা পরিশোধ করে বুকিং দিতে হয়। কারও অক্সিজেন নেওয়ার প্রয়োজন হলে অতিরিক্ত ১০০ টাকা ও লাশ পরিবহনের জন্য ২০০ টাকা দিতে হয়। সেবা মূল্য পরিশোধের জন্য রশিদ প্রদান করা হয়। ড্রাইভাররা আলাদা কোন বকশিশ গ্রহন করেনা। গরীব রোগীদের আনা নেওয়ার জন্য কোন সার্ভিস চার্জ নেওয়া হয় না।
ঢাকার বাইরে এ্যাম্বুলেন্স সেবা মূল্য:
ঢাকার বাইরে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপতাল খুলনাতেও রয়েছে আমাদের এ্যাম্বুলেন্স সার্ভিস। খুলনা শহরের ভিতরের রোগীদের জন্য ২৬০ টাকা ও শহরের বাইরে বা খুলনা বিভাগের অন্য সব জেলার রোগীদের আনা নেওয়ার জন্য প্রতি কিলোমিটার ২৫ টাকা সেবামূল্য ধরা হয়।
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপতাল যশোরেও চালু আছে আমাদের এ্যাম্বুলেন্স সার্ভিস। যশোর পৌরসভার ভিতরের রোগীদের আনা নেওয়ার জন্য ২০০টাকা ও পৌরসভার ব্ইারে প্রতি কিলোমিটার ৩০ টাকা সেবা মূল্য ধরা হয়। এছাড়াও যশোরে আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল, আদ্-দ্বীন চিলড্রেন হাসপাতাল ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারেও এম্বুলেন্স সার্ভিস চালু আছে। যেগুলো একই সেবা মূল্যে সার্ভিস দিয়ে যাচ্ছে।
আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়াতেও আমাদের ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস চালু আছে যা কুষ্টিয়া পৌরসভার ভিতরের রোগীদের জন্য ২০০ টাকা ও পৌরসভার বাইরের রোগী আনা নেওয়ার জন্য প্রতি কিলোমিটার ৩৫ টাকা হারে ধার্য রা হয়।
বিকল্প ব্যবস্থা
রাস্তায় হঠাৎ যদি কোন কারনে গাড়ি নষ্ট হয়ে যায় সেখানে তাৎক্ষনিক যানজট এড়িয়ে আরেকটি গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এক্ষেত্রে পুনরায় চার্জ দিতে হয় না।
কল সেন্টার:
আদ্-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস সেন্টারে কল দেওয়ার সময় কোন অগ্রীম টাকা দিতে হয় না। এ্যাম্বুলেন্স নির্দিষ্ট ঠিকানায় পৌঁছার পর টাকা নেয়া হয়। ২৪ ঘন্টায় যে কোন সময় কল দেওয়া যায়। যে কোন মুহুর্তে ঢাকা ও ঢাকার বাইরে আদ্-দ্বীনের সকল হাসপাতালের এ্যাম্বুলেন্স সার্ভিস পেতে নিচের কল সেন্টার গুলোতে যোগাযোগ করুন।