
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে কর্মী সমাবেশ – banglanews24
যশোর:
যশোরে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মার্চ) সকালে যশোর শহরতলীর পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম তৌহিদ ও যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ডা. মুহাম্মদ আব্দুস সবুর।এছাড়াও সামাবেশে বক্তব্য রাখেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, পরিচালক ফজলুল হক, ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান, ফাতেমা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এলিজাবেথ অঞ্জলী রোজারিও, আদ্-দ্বীন উইমেন্স উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলোজির অধ্যক্ষ মশিউর রহমান, ঢাকার মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন, শার্শার নাভারণের আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, আদ্-দ্বীন ফার্মা লিমিটেডের ডিজিএম শফিকুল ইসলাম তালুকদার, আরআরএফ’র নির্বাহী পরিচালক পিলিফ বিশ্বাস, আদ্-দ্বীন চক্ষুসেবা কর্মসূচি রবিউল হক, আদ্-দ্বীন মাইক্রোফাইন্যান্সের উপকারভোগী অলোকা রানী পাল, সফল ছাগল পালনকারী গোলাপী বেগম, ছানি অপারেশন করে উপকৃত সুধীর চন্দ্রদাশ, লবণমুক্ত বিশুদ্ধ পানি ব্যবহারকারী অনিমা সরদার, মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া এক ছাত্রীর মা উল্লাসী বিশ্বাস, ফিস্টুলা রোগমুক্ত রোগী নুরুন্নাহার তমা, পুনর্বাসনকৃত ভিক্ষুক আব্দুল আলিম, স্যাটেলাইট ক্লিনিকে উপকারপ্রাপ্ত মা চেহেলা জান্নাত চিনা।
সমাবেশে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের কর্ণধর মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী ও আদ্-দ্বীন নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের মা সকিনা বেগম, ভাই শেখ মোমেন উদ্দিন, বাঁচতে শেখা পরিচালক এঞ্জেলা গোমেজ প্রমুখ।
News Link : http://www.banglanews24.com/national/news/bd/645243.details
Leave a reply
Leave a reply